মাইকেল জ্যাকসনের বহু জনপ্রিয় গান থেকে সেরা পাঁচটি গান বাংলা নিউজের পাঠকদের জন্য উপস্থাপন করা হলো:-
*দি ওয়ে ইউ মেক মি ফিল
‘ব্যাড’ অ্যালবামের এই তৃতীয় গানটি বিলবোর্ডের সেরা ১০০ গানের সর্বশীর্ষে অবস্থান দখল করেছিল। এই গানে মাইকেলকে প্রথমবার প্রেমের জন্য নাচতে দেখা যায়।
*বিট ইট
‘থ্রিলার’ অ্যালবামের এই গানে মাইকেল জ্যাকসনকে একজন রক সঙ্গীতশিল্পীর আবহে দেখা গেছে।
*বিলি জিন
মাইকেল জ্যাকসনের অন্যতম সেরা এই গানটিকে বিশ্ব সঙ্গীতের ‘মাস্টারপিস’ হিসেবেও অভিহিত করা হয়। সঙ্গীতের বিভিন্ন ধারার সংমিশ্রণ ঘটিয়ে গানটিকে উপস্থাপন করা হয়েছে। এটাও ‘থ্রিলার’ অ্যালবামের গান। এই গানের দৃশ্যেই মাইকেল সর্বপ্রথম তার মুনওয়াক নৃত্য পরিবেশন করেছিলেন।
*ম্যান ইন দ্য মিরর
‘ব্যাড’ অ্যালবামের ‘ম্যান ইন দ্য মিরর’ গানটি মাইকেল জ্যাকসনের আরেকটি শীর্ষস্থানীয় একক সঙ্গীত। এটা জ্যাকসনের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি গান।
*থ্রিলার
বিশ্বের সর্বোচ্চ বিক্রিত ‘থ্রিলার’ অ্যালবামের টাইটেল সঙ্গীত এটা। ব্রিটিশ ডিসকো গানের পথিকৃৎ রড টেমপারটন লিখেছিলেন গানটি। ১৪ মিনিটের ভিডিও বানানো হয়েছিল এই গানকে ঘিরে। আর এই গানের জন্য মাইকেল খরচ করেছিলেন প্রায় ৫ কোটি ডলার। ভয়াবহ ভৌতিক দৃশ্যের এই ভিডিওচিত্র নির্মাণ করেছিলেন জন ম্যান্ডিস। আর এটাকেই সর্বকালের সেরা মিউজিক ভিডিও হিসেবে ধরা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ২৫ জুন, ২০১৯
জেআইএম