ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পাঁচ দিনে ১০০ কোটির ক্লাবে ‘কবির সিং’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
পাঁচ দিনে ১০০ কোটির ক্লাবে ‘কবির সিং’

সবাইকে তাক লাগিয়ে বক্স অফিসে রাজত্ব করছে বলিউড সিনেমা ‘কবির সিং’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ভালো ব্যবসার আভাস দিয়েছিল। তৃতীয় দিনেই অর্ধ কোটি রুপি ঘরে তোলে শহীদ কাপুরের সিনেমাটি। এবার মাত্র পাঁচ দিনে ‘কবির সিং’ প্রবেশ করল ১০০ কোটির ক্লাবে।

বলিউডের বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, শুক্রবার (২১ জুন) মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করে ২০ কোটি ২১ লাখ রুপি। এরপর ২য়, ৩য় ও ৪র্থ দিনে যথাক্রমে ২২ কোটি ৭১ লাখ, ২৭ কোটি ৯১ লাখ ও ১৭ কোটি ৫৪ লাখ রুপি আয় করে।

মঙ্গলবার (২৫ জুন) পঞ্চম দিন ১৬ কোটি ৫৩ লাখ রুপি আয় করে সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এর মোট আয় দাঁড়িয়েছে ১০৪ কোটি ৯০ লাখ রুপিতে।  

তিনি আরও জানান, প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় হতে পারে ১৩০ কোটি। একক নায়ক হিসেবে এটিই শহীদ কাপুরের প্রথম শতকোটির সিনেমা।  

ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘অর্জুন রেড্ডি’র অফিসিয়াল হিন্দি রিমেক ‘কবির সিং’। এতে বলিউড অভিনেতা শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদবানি। দু’টি সিনেমারই পরিচালক সন্দীপ রেড্ডি।

শহীদ-কিয়ারার রসায়ন আর অভিনয়ের প্রশংসা শুনে দর্শক দলে দলে ‘কবির সিং’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটলেও মন ভরেনি সমালোচকদের। প্রতিটি দৃশ্য ‘অর্জুন রেড্ডি’র হুবহু নকল হওয়ায় সমালোচনা করেছেন অনেকেই।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।