বলিউডের বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, শুক্রবার (২১ জুন) মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করে ২০ কোটি ২১ লাখ রুপি। এরপর ২য়, ৩য় ও ৪র্থ দিনে যথাক্রমে ২২ কোটি ৭১ লাখ, ২৭ কোটি ৯১ লাখ ও ১৭ কোটি ৫৪ লাখ রুপি আয় করে।
তিনি আরও জানান, প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় হতে পারে ১৩০ কোটি। একক নায়ক হিসেবে এটিই শহীদ কাপুরের প্রথম শতকোটির সিনেমা।
ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘অর্জুন রেড্ডি’র অফিসিয়াল হিন্দি রিমেক ‘কবির সিং’। এতে বলিউড অভিনেতা শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদবানি। দু’টি সিনেমারই পরিচালক সন্দীপ রেড্ডি।
শহীদ-কিয়ারার রসায়ন আর অভিনয়ের প্রশংসা শুনে দর্শক দলে দলে ‘কবির সিং’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটলেও মন ভরেনি সমালোচকদের। প্রতিটি দৃশ্য ‘অর্জুন রেড্ডি’র হুবহু নকল হওয়ায় সমালোচনা করেছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
জেআইএম