হ্যাঁ, সঙ্গীতজ্ঞান ও অবদানের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি প্রদান করলেন গুণী এই শিল্পীকে। বুধবার (২৬ জুন) বিকেলে অক্সফোর্ডে উপস্থিত হয়ে এ সম্মাননা গ্রহণ করেন ফতেহ আলী।
সঙ্গীত ক্যারিয়ারে ৫০টি অ্যালবাম প্রকাশ করেছেন সূফী ও কাওয়ালি ঘরানার বিশ্ববিখ্যাত এই শিল্পী। বলিউড আর হলিউড মিলিয়ে গেয়েছেন একশ’ সিনেমার গান। কণ্ঠ দিয়েছেন ৫০টির মতো টিভি সিরিয়ালের টাইটেল ট্র্যাকে। সঙ্গীতপ্রেমিদের মাতিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক বড় আয়োজনের কনসার্টগুলোর মঞ্চে উঠে।
রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান করতেন। তিনি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা এবং ওস্তাদ ফারুখ ফতেহ আলী খানের পুত্র। সুফি, কাওয়ালি ও গজলশিল্পী হিসেবে সর্বাধিক পরিচিত তিনি। বলিউড সিনেমাশিল্পে একজন প্লেব্যাক শিল্পী হিসেবে তার অসামান্য অবদান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
ওএফবি