ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্কুল শেষ হয়, শিক্ষা নয়: মেয়ে সুহানার উদ্দেশে শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
স্কুল শেষ হয়, শিক্ষা নয়: মেয়ে সুহানার উদ্দেশে শাহরুখ বাবা-মায়ের সঙ্গে সুহানা

শাহরুখ খানের কন্যা সুহানা খান তার স্নাতক সম্পন্ন করেছেন। শুধু স্নাতকই শেষ করেননি তিনি, সেই সঙ্গে মা-বাবাকেও গর্বিত করেছেন। সত্যিই তাই, এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত শাহরুখ ও তার স্ত্রী গৌরী খান। 

লন্ডনের আর্ডিংলি কলেজে গত চার বছর ধরে পড়াশুনা করছিলেন সুহানা। সেখান থেকে সম্পন্ন করলেন স্নাতক।

আর স্নাতক সমাপনী অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে খবরটি জানিয়েছেন শাহরুখ ও গৌরী দুজনেই।

সুহানার এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন করণ জোহর, শ্বেতা বচ্চন, মনিষ মালহোত্রা, সঞ্জয় ও মহীপ কাপুর, মাহিরা খান’সহ আরও অনেক নামজাদা ব্যক্তিরা।  

মেয়ের স্নাতক সম্পন্ন হওয়ায় শাহরুখ আবেগে আপ্লুত হয়ে ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, চার বছর চলে গেলো। আর্ডিংলি থেকে স্নাতক হয়েছো। তবে মনে রেখো, বিদ্যালয় শেষ হয়, শিক্ষা নয়।  

সুহানা শুধু স্নাতকই শেষ করেননি, নাট্যাভিনয়ে বিশেষ অবদানের জন্য ‘দ্য রাসেল কাপ’ অর্জন করেও তার মা-বাবাকে অনন্য গৌরব এনে দিয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, সুহানার অভিনেত্রী হওয়ার ইচ্ছে। কিন্তু সে আমার কাছ থেকে অভিনয় শিখবে না বলেছে। এটা সত্যিই অদ্ভূত চিন্তা। এর অর্থ দাঁড়ায়, সে আমার মতো একই কাজ করতে চায়, কিন্তু স্বতন্ত্রভাবে।

তবে সুহানা এখনই বলিউডে যাত্রা করবেন নাকি উচ্চতর পড়াশুনা করবেন, তা এখনো জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।