শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। ভারত ছাড়াও ‘ইনশাল্লাহ’ ইউনিট উড়াল দেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার মিয়ামি শহরে।
সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সালমান ও আলিয়া ছাড়াও ‘ইনশাল্লাহ’ সিনেমায় অনেক বিখ্যাত তারকা রয়েছেন। আর মিয়ামিতে প্রচুর প্রবাসী ভারতীয় বসবাস করে। তাই শুটিংয়ের সময় ইউনিট নিরাপত্তা সঙ্কটে পড়তে পারে। সে শঙ্কা থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
মিয়ামিতে বিশাল নিরাপত্তার মধ্যে হলিউডের অনেক সিনেমার শুটিং হয়। ‘ইনশাল্লাহ’ ইউনিট তেমনই নিরাপত্তা তাদের শুটিংয়ে চায় বলে জানায় সূত্র।
এদিকে উত্তর ভারতের বারাণসী শহরে সিনেমাটির শুটিং করা হবে। পর্দায় এই শহরে আলিয়ার বাড়ি দেখানো হবে। এছাড়া উত্তরাখণ্ডেও দৃশ্যায়ন হবে। ২০২০ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
জেআইএম