মুক্তচিত্তের অধিকারী রিপ টর্ন তার এই বিচিত্র নামকে জয় করেছিলেন অনবদ্য অভিনয়ের মাধ্যমে। টেলিভিশনে প্রদর্শিত কমেডি ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ সালে এমি অ্যাওয়ার্ড পান।
টর্ন চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ১৯৫৭ সালে। তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘টাইম লিমিট’, ‘সুইট বার্ড অব ইয়থ’, ‘ক্রিটিক্স চয়েস’ ও ‘দ্য সিনসিনাটি কিড’।
মৃত্যুকালে তিনি স্ত্রী অ্যামি রাইট, দুই কন্যা কেটি টর্ন ও অ্যাঞ্জেলিকা পেজসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এমকেআর/জেআইএম