ঘরোয়া বক্স অফিসে ২৪০ কোটি রুপি ব্যবসা করে শহীদ কাপুর এখন সাফল্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র বনে গেছেন। এতো বড় সাফল্যের পর তার পারিশ্রমিক যে বেড়ে যাবে, তা সহজেই অনুমেয়; কিন্তু তাই বলে ৩৫ কোটি রুপি!
বক্স অফিসে ২০০ কোটি পার হওয়ার পরে শহীদ তার ভক্তদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে বেশ আবেগী একটি বার্তা পোস্ট করেছেন।
‘কবির সিং’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের ধন্যবাদ জানাই কবির সিংকে বুঝতে পারার জন্য, তাকে ক্ষমা করে দেওয়ার জন্য এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসার জন্য। জীবনে আমরা বিভিন্ন কারণেই পিছিয়ে পড়তে পারি। আমাদের ত্রুটি-বিচ্যুতি যাই হোক, সেখান থেকে উদ্ধার হতে অবশ্যই সংগ্রাম করতে হবে। অধ্যবসায় করতে হবে আরও ভালো হয়ে ওঠার জন্য, আরও জ্ঞানী হয়ে ওঠার জন্য, আরও হৃদয়বান হয়ে ওঠার জন্য। কবির সিং তার জীবনে দ্বিধান্বিত হয়ে পড়েছিল, যেমনটা আমরাও হয়ে পড়ি। ’
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম যে খবর জানিয়েছে, তাতে সবারই চোখ ছানাবড়া। ‘কবির সিং’য়ের সাফল্যের পর শহীদ কাপুর তার পারিশ্রমিকের অংক বাড়িয়েছেন। গুঞ্জন রয়েছে, পরবর্তী সিনেমাগুলোতে তিনি কমবেশি ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেবেন। যদি এটা সত্যি হয়, তাহলে তিনি বলিউডের অন্যতম সর্বোচ্চ দামী অভিনেতা বনে যাবেন।
সন্দীপ রেড্ডি বঙ্গ পরিচালিত ‘কবির সিং’ একদিকে যেমন শহীদের অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে, অপরদিকে নারীর প্রতি বিদ্বেষ ও সহিংস আচরণের অভিযোগে সমালোচিতও হচ্ছে। সিনেমাটি ২১ জুন মুক্তি পায়।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এমকেআর/জেআইএম