আলোচনার পাশাপাশি সমালোচনাও পিছু নিয়েছে নোবেলের। হ্যাঁ, শনিবার (১৩ জুলাই) গানের অনুষ্ঠান ‘সারেগামাপা’তে ‘এত কষ্ট কেনো ভালোবাসায়’ গানটি পরিবেশন করেন নোবেল।
কিন্তু গানটি আর্ক’র না। গুণী সঙ্গীত ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদের কথা-সুরে ‘শেষ দেখা’ শিরোনামের মিক্সড অ্যালবামের গান। গেয়েছিলেন হাসান। অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৯৮ সালে।
অথচ গানের আসল মানুষটির নামই বললেন না নোবেল। হতে পারে অচেতন ভুল। কিন্তু একজন শিল্পীকে অন্যের গান গাওয়ার আগে জানা উচিত গানের নেপথ্যের কারিগরদের।
মানতেই হবে ভুল করেছেন নোবেল। অথচ দুঃখ প্রকাশ করলেন প্রিন্স মাহমুদ। হ্যাঁ, নোবেলকে সরাসরি কিছু না বললেও তার ভুলের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রিন্স। সেখানে লিখেছেন, দুঃখিত, ‘এতো কষ্ট কেন ভালোবাসায়’ আর্ক ব্যান্ড এর গান না। এটা ১৯৯৮ এ রিলিজ হওয়া আমার কথা ও সুরে আমার মিক্স অ্যালবাম ‘শেষ দেখা’র গান, হাসান গেয়েছিল ...
প্রিন্সের এমন পোস্টের কমেন্টে অনেকেই নোবেলের তীব্র সমালোচনা করেছেন। এর আগেও একই আসরে এমন ভুল করেছেন তরুণ এই গায়ক। তবে আগের ভুলগুলোকে অনেকেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেও এবারের ভুলকে মেনে দিতে পারছেন না সঙ্গীতপ্রেমীরা।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
ওএফবি