শুক্রবার (১৯ জুলাই) গুণী এই লেখকের সপ্তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে উপলক্ষ করে হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই স্মৃতিচারণমূলক লেখা ‘আমার ছেলেবেলা’র অংশ বিশেষ অবলম্বনে প্রকাশ পেয়েছে ‘জোছনার ফুল’ শিরোনামের গান-গল্প।
কাজটি সম্পর্কে বাচিক শিল্পী রাজীবুল ইসলাম বলেন, ‘হুমায়ূন আহমেদকে বলা হয় পাঠক তৈরির কারিগর। কেউ কেউ বলেন গল্পের জাদুকর। জীবনের বিভিন্ন পর্যায়ে হওয়া অভিজ্ঞতা, জীবনদর্শন এবং জীবনোপলব্ধি যে পরবর্তীতে তার সৃষ্টিশীল কাজে রসদ যুগিয়েছে, তা তার স্মৃতিচারণমূলক লেখাগুলো পড়লেই বোঝা যায়। শুধু তাই না, এ গল্পগুলো পড়লে প্রায়ই আমরা মিল খুঁজে পাই নিজেদের জীবনে ঘটে যাওয়া একই ধরনের অসংখ্য অভিজ্ঞতার সঙ্গে। ঠিক তখনই এক অদ্ভুত যোগাযোগ তৈরি হয় লেখকের মননের সঙ্গে। যে লেখক ব্যক্তিগত জীবনে পরিচিত না, তার সঙ্গে কোথায় যেনো এক আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়। আমাদের প্রজন্মের সঙ্গে হুমায়ূন আহমদের লেখার সম্পর্কটা এমনই।
তাই হুমায়ূন যখন তার সিনেমার জন্য লেখা গানে জোছনার আলো নিয়ে লেখেন ‘হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না’- তখন আমি এর মিল খুঁজে পাই ‘আমার ছেলেবেলা’তে। মানে, তার এক বর্ণনায় যেখানে তিনি বলেন, ‘এক গভীর রাতে ঘুম ভেঙ্গে গিয়েছিল, দেখি মশারির ভেতর ঠিক আমার চোখের সামনে আলোর একটা ফুল ফুটে আছে। ...... আমি হাত বাড়াতেই সেই আলোর ফুল আমার হাতে উঠে এলো কিন্তু ধরা পড়লো না। বাকি রাত আমার নির্ঘুম কাটলো। কতবার সেই ফুল ধরার চেষ্টা করলাম- পারলাম না। ’
‘একই সঙ্গেই আমার মনে পড়ে - ছোটোবেলায় বন্ধ জানালার ফাঁক দিয়ে সকালের রোদ ঢুকেছে আমার ঘরে, ধরার চেষ্টা করেও ধরতে পারছি না। আমাদের প্রত্যেকের একান্ত গল্পটিকেই হুমায়ূন ব্যক্ত করেন কি সরল ভাষায়- ‘সৌন্দর্যকে ধরতে না পারার বেদনায় কাটলো আমার শৈশব-কৈশোর-যৌবন। আমি জানি সম্ভব না, তবু এখনও চেষ্টা করে যাচ্ছি- যদি একবার জোছনার ফুল ধরতে পারি। ’
রাজীবুল ইসলাম আরও বলেন, ‘মূলত হুমায়ূনের গানের কয়েকটি কলি এবং স্মৃতিচারণের বর্ণনা একসঙ্গে উপস্থাপন করে প্রিয় লেখককে স্মরণ করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তার মৃত্যুবার্ষিকীতে এভাবেই আমরা তার প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি। ‘আমার ছেলেবেলা’ থেকে নির্বাচিত আরও কয়েকটি গল্প নিয়ে আগামীতে আমরা নতুন কিছু উপহার দেবো। ’
হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘জোছনার ফুল’ গান-গল্প প্রকাশ করেছে ‘গানওয়ালা’।
ভিডিও: বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
ওএফবি