বিষয়টি সবারই দৃষ্টি আকর্ষণ করেছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন পিসি।
কারণ এর আগে একবার দিওয়ালিতে আতশবাজি কম পোড়াতে বলেছিলেন প্রিয়াঙ্কা। ধোঁয়াতে নাকি তার শ্বাসকষ্ট হয়। তিনি টুইটারে লিখেছিলেন, ‘যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা জানেন আমার শ্বাসকষ্ট আছে। এটা আর লুকোনোর কী? আমি জানি, আমাকে আমার শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যথায় শ্বাসকষ্টই আমাকে নিয়ন্ত্রণ করবে। যতক্ষণ পর্যন্ত আমার কাছে ইনহেলার আছে, শ্বাসকষ্ট আমাকে আমার লক্ষ্য অর্জনের পথে থামাতে পারবে না। ’
সেই অভিনেত্রীকে ধূমপান করতে দেখে যে সবাই পিছু লাগবে তা সহজেই ধারণা করা যায়।
কিন্তু প্রিয়াঙ্কাই প্রথম ধূমপায়ী অভিনেত্রী নন যাকে নিয়ে সামাজিক মাধ্যমে এভাবে ট্রল করা হচ্ছে। এর আগে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে রণবীর কাপুরের সাথে নিউইয়র্কের পথে ধূমপান করতে দেখা গিয়েছিল। এ নিয়ে তাকেও ট্রলের শিকার হতে হয়েছিল।
৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমা চলতি বছরের ১১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। সোনালী বোস পরিচালিত এই সিনেমায় তার সহ-অভিনেতা রয়েছেন ফারহান আখতার ও জায়রা ওয়াসিম।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এমকেআর/জেআইএম