অভিজাত জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে ঘটে যাওয়া এই ঘটনায় হতভম্ব রাহুল বোস মাত্র ৩৮ সেকেন্ডের একটি ভিডিও টুইটারে শেয়ার করেন। তিনি লেখেন, ‘এটা বিশ্বাস করতে হলে আপনাকে ভিডিওটি দেখতে হবে।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি। রাহুল বোসের মতো অনেকেই নিজেদের জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করা শুরু করেন। সঙ্গে হ্যাশট্যাগে লেখেন, ‘মাই রাহুল বোস মোমেন্ট’। আবার অনেকে এ নিয়ে তামাশাও করেছেন। আর সরকারি রেল কর্তৃপক্ষ তো এটা নিয়ে বিজ্ঞাপনই তৈরি করে ফেলেছেন।
পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ তাদের টুইটার অ্যাকাউন্টে একটি বিজ্ঞাপনচিত্রে লিখেছেন, ‘৪৪২ রুপি দিয়ে ২টি কলা না কিনে, এর সঙ্গে আর মাত্র ৩ রুপি যোগ করে ৪৪৫ রুপিতে একটি ঐতিহাসিক স্থানে ঘুরে আসুন পশ্চিম রেলওয়ের সঙ্গে। ’
যা হোক, অবশেষে শুল্ক দপ্তরের নজরে আসে ঘটনাটি। বৃহস্পতিবার তিন সদস্যের একটি দল জেডব্লিউ ম্যারিয়ট পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। কলা শুল্কমুক্ত পণ্য হওয়ার পরও কেনো শুল্ক নেওয়া হলো এর কারণ দর্শাতে হোটেলকে শনিবার (২৮ জুলাই) পর্যন্ত সময় দেন তারা। পরবর্তীতে হোটেলটি কোনো সদুত্তর না দেওয়ায় তাদের ২৫ হাজার রুপি জরিমানা করে শুল্ক দপ্তর।
‘শৌর্য’খ্যাত ৫১ বছর বয়সী অভিনেতা রাহুল বোস তার টাকা ফেরত না পেলেও হোটেল কর্তৃপক্ষ যে একটি উচিত শিক্ষা পেয়েছেন, এ কথা নিঃসন্দেহেই বলা যায়। সঙ্গে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদেরও নিজেদের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন তিনিই।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমকেআর