এই অ্যালবামের সবক’টি গানের সুর করেছিলেন কমল দাশগুপ্ত, আর লিখেছেন প্রণব রায়। পুরান অ্যালবামটির মিউজিক করেছিলেন কমল দাশগুপ্তের সহধর্মিনী ফিরোজা বেগম।
তবে নতুন অ্যালবামে গানগুলোকে রিমিক্স ও রিমাস্টার করে ডিজিটাল ভার্সনে প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) এই অ্যালবামের নতুন সংস্করণের প্রকাশনা অনুষ্ঠান হলো কলকাতায়।
কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম জুটির জন্মদিন ২৮ জুলাই। আর এ দিনটিকে সামনে রেখে তাদের স্মৃতির উদ্দেশ্যেই অ্যালবামটি নতুন করে বাজারে ছাড়া হলো।
সুস্মিতা আনিস বলেন, ‘এই অ্যালবামে আমার ফুফু আমাকে এমন কিছু গান গাইতে বলেন যা আগে প্রকাশিত হয়নি, বা অন্য কোনো শিল্পীও গাননি। তিনি আমাকে রেকর্ডিংয়ের আগেই গানগুলো শেখান। আমাকে এই গানগুলো গাইবার সুযোগ করে দেবার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আমি ভীষণ আনন্দিত যে কমল দাশগুপ্ত আর ফিরোজা বেগমের জন্মদিনেই আমি অ্যালবামটি নতুন করে প্রকাশ করতে পারছি। ’
ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সঙ্গীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন কমল দাশগুপ্ত। ত্রিশ এবং চল্লিশের দশকে গ্রামোফোন ডিস্কে তাঁর সুরে গাওয়া বহু গান অত্যন্ত জনপ্রিয় ছিল। গানগুলোর গীতিকার ছিলেন প্রণব রায় এবং কণ্ঠশিল্পী ছিলেন যুথিকা রায়। তাঁর কয়েকটি রাগাশ্রিত, কীর্তনাঙ্গ এবং ছন্দ-প্রধান গানও বিশেষভাবে উল্লেখযোগ্য। তার স্ত্রী ফিরোজা বেগম নজরুল সঙ্গীতের জন্য ভারতীয় উপমহাদেশে বিখ্যাত হয়ে আছেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমকেআর