লোক আঙ্গিকের এই গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর-সঙ্গীতায়োজন করেছেন ‘গানের রাজা’ অনুষ্ঠানের অন্যতম বিচারক সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল।
এই গান প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘অনেক মেধাধী একটা ছেলে শফিকুল। প্রতিযোগিতা চলাকালীন তার সম্ভবনা বোঝতে পেরেছি। আগামীতে সে অনেক দূর যাবে। ওর কণ্ঠে যে ধরনের গান দারুণ মানায়, প্রতিযোগিতায় সে যে ধরনের গান গেয়েছে, তেমনই একটি গান তৈরি করেছি। তার কণ্ঠের এই গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদি। ’
‘ভাবতে ঘেন্না লাগে’ প্রসঙ্গে শফিকুল বলেন, ‘আমি ভাগ্যবান। আমার বিচারক ইমরান মাহমুদুলের সুরে গাইতে পেরেছি, তাই খুব ভালো লাগছে। ভিডিওটিও অনেক ভালো হয়েছে। ’
আসছে শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও উন্মুক্ত করা হবে। পাশাপাশি গানটি শোনা যাবে দেশের সব ক’টি মিউজিক অ্যাপ-এ।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ওএফবি