ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কেজিএফ চ্যাপ্টার ২: থানোসের মতো শক্তিশালী হবেন অধীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
কেজিএফ চ্যাপ্টার ২: থানোসের মতো শক্তিশালী হবেন অধীরা ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমায় অধীরা চরিত্রে সঞ্জয় দত্ত

‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার প্রধান ভিলেন ‘অধীরা’ চরিত্রে শিগগিরই দেখা যাবে সঞ্জয় দত্তকে। একটি চিত্রায়িত পোস্টারে সঞ্জয় দত্তের প্রথম লুক প্রকাশিত হয়েছে সম্প্রতি। এ নিয়ে কৌতুহল বেড়েছে ভক্তদের। 

সম্প্রতি মুম্বাইতে একটি সংবাদ সম্মেলনে সঞ্জয় দত্ত বলেন, ‘কেজিএফ সিনেমায় অধীরা চরিত্রটি অত্যন্ত ক্ষমতাবান। আপনারা যদি অ্যাভেঞ্জার্স সিনেমা দেখে থাকেন, তাহলে জানেন সেখানে থানোস কতটা শক্তিশালী।

অধীরাও সেরকমই শক্তিশালী। কেজিএফ’র প্রথম পর্বে অধীরা কাহিনীর শেষ ভাগে এসেছিল। কিন্তু দ্বিতীয় পর্বে তার অবস্থান অত্যন্ত শক্তিশালী, আর বেশভূষাও হবে সেরকম। আমি অনেকদিন ধরে এরকম একটি চরিত্রেরই সন্ধান করছিলাম, আর সেটা পেয়েও গেলাম। ’

‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় সঞ্জয় দত্তের অভিষেক হবে। কানাড়া ভাষার এই সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালাম ভাষাতেও ডাবিং করা হবে।  

বলিউড অভিনেতা-নির্মাতা ফারহান আখতার সিনেমাটির সহপ্রযোজক। সঞ্জয় দত্তের জন্মদিনে তিনি টুইটারে একটি বার্তার সাথে সিনেমাটির প্রথম পোস্টারে অধীরা চরিত্রে সঞ্জয়ের প্রথম লুক প্রকাশ করেন।  

কেজিএফ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা ও চিত্রনাট্যকার প্রশান্ত নীল। এটি একটি অপরাধচক্রের কাহিনী। এই সিনেমার কাহিনীতে রয়েছে ১৯৮০’র দশকে কর্ণাটকের কোলার স্বর্ণখনিকে নিয়ন্ত্রণ করতে আগ্রহী সন্ত্রাসীদের মধ্যে শক্তির লড়াই। এর আগে, ৮০ কোটি রুপি বাজেটের ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সিনেমাটি প্রায় ২৫০ কোটি রুপি আয় করেছে।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।