সম্প্রতি মুম্বাইতে একটি সংবাদ সম্মেলনে সঞ্জয় দত্ত বলেন, ‘কেজিএফ সিনেমায় অধীরা চরিত্রটি অত্যন্ত ক্ষমতাবান। আপনারা যদি অ্যাভেঞ্জার্স সিনেমা দেখে থাকেন, তাহলে জানেন সেখানে থানোস কতটা শক্তিশালী।
‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় সঞ্জয় দত্তের অভিষেক হবে। কানাড়া ভাষার এই সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালাম ভাষাতেও ডাবিং করা হবে।
বলিউড অভিনেতা-নির্মাতা ফারহান আখতার সিনেমাটির সহপ্রযোজক। সঞ্জয় দত্তের জন্মদিনে তিনি টুইটারে একটি বার্তার সাথে সিনেমাটির প্রথম পোস্টারে অধীরা চরিত্রে সঞ্জয়ের প্রথম লুক প্রকাশ করেন।
কেজিএফ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা ও চিত্রনাট্যকার প্রশান্ত নীল। এটি একটি অপরাধচক্রের কাহিনী। এই সিনেমার কাহিনীতে রয়েছে ১৯৮০’র দশকে কর্ণাটকের কোলার স্বর্ণখনিকে নিয়ন্ত্রণ করতে আগ্রহী সন্ত্রাসীদের মধ্যে শক্তির লড়াই। এর আগে, ৮০ কোটি রুপি বাজেটের ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সিনেমাটি প্রায় ২৫০ কোটি রুপি আয় করেছে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমকেআর