কথা, উচ্চারণ ও সুর দিয়ে গানের ব্যাকরণ শেখাচ্ছেন বাংলার এ লোকসঙ্গীত গবেষক ও গণসঙ্গীত শিল্পী। শুভেন্দু মাইতির কাছ থেকে গানের তালিম নিচ্ছেন এক ঝাঁক তরুণ-তরুণী।
লোকগানের এ কাণ্ডারীকে নিয়ে ‘গল্পে গানে শুভেন্দু মাইতির সঙ্গে বাংলা গানের পরম্পরা’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষ্টি ফাউন্ডেশন। বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত।
দু’টি অধিবেশনে অনুষ্ঠানকে ভাগ করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম অধিবেশন বিকেল ৩টা থেকে শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে গানের তালিম দেওয়া ছাড়াও দুই বাংলার জনপ্রিয় ব্যক্তিত্ব সঙ্গীতগুরু শুভেন্দু মাইতি সঙ্গীতপ্রেমীদের সঙ্গে সঙ্গীত বিষয়ে বিশদ আলোচনা করছেন। সঙ্গীতের বিভিন্ন দিক ও কলা-কৌশল সম্পর্কে কথা বলছেন তিনি। সঙ্গীতে সুর ও স্বর প্রক্ষেপণ, মাইক্রোফোনের ব্যবহার, সংবেদনশীল ও মঞ্চের দক্ষ গায়কী অর্জনের কৌশলও শেখাচ্ছেন শুভেন্দু মাইতি। এছাড়া লোক সংস্কৃতি সংরক্ষণে নাগরিক সমাজের ভূমিকা প্রসঙ্গে আলোচনাও করছেন তিনি।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। চলবে রাত ৯টা পর্যন্ত। এ অধিবেশনে একক পরিবশেনার সঙ্গীতানুষ্ঠানে সুরের মূর্ছনা ছড়াবেন শুভেন্দু মাইতি।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসএস/এইচএ/