এর গল্পে দেখা যাবে, আজকাল মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা খুব সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। তেমনি রহস্য ঘেরা এই ঢাকা শহর থেকে এক রাতের ব্যবধানে দুই তরুণ-তরুণী নিখোঁজ হয়ে যায়।
অতি সামান্য কিংবা গভীর কোনো ষড়যন্ত্রে খুব কাছের মানুষকে সরিয়ে ফেলাটা এক নিছক রাতের খেলা মাত্র। তারপর যেমনটা হয়- থানা পুলিশ, ভয়, আতঙ্ক, পারিবারিক উদ্বিগ্নতা প্রভৃতি। এই টেলিফিল্মে তাই হয়েছে। অপরিচিত দুই তরুণ-তরুণীকে রাখা হয়েছে একই পুরনো ভাঙা বাড়ির দুটো কক্ষে। দুজনের যোগাযোগের একমাত্র পথ হয়ে দাঁড়ায় দেওয়ালের ছোট্ট একটু ছিদ্র। অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে থাকা এই দুই তরুণ-তরুণীর গল্পের টেলিফিল্ম ‘আঁধার কুমুদ’।
আসছে ঈদুল আজহার তৃতীয় দিন দুপুর ২টা ৩০মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে টেলিফিল্মটি।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ওএফবি