ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শততম মঞ্চায়নের পথে ‘আমিনা সুন্দরী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
শততম মঞ্চায়নের পথে ‘আমিনা সুন্দরী’ ‘আমিনা সুন্দরী’ নাটকের একটি দৃশ্য

বেঁচে থাকার চিরায়ত গল্প নিয়ে শততম মঞ্চায়নের পথে এগিয়ে চলেছে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘আমিনা সুন্দরী’। 

রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ৮১তম প্রদর্শনী মঞ্চায়িত হওয়ার কথা ছিলো। সঙ্গত কারণে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের পরিবর্তে নির্দিষ্ট সময়ে জাতীয় নাট্যশালায় নাটকটি মঞ্চায়িত হবে।

চট্টগ্রামের তিনশ' বছরের পুরনো লোকগাঁথা নছর মালুম ও ভেলুয়া সুন্দর অবলম্বনে ‘আমিনা সুন্দরী’ নাটকটি লিখেছেন প্রয়াত নাট্যবক্তিত্ব এসএম সোলায়মান। রোকেয়া রফিকের নির্দেশনায়  ঢাকার মঞ্চের নন্দিত নাটকটি দেশ–বিদেশে মঞ্চায়িত হয়ে বেশ প্রশংসিত হয়েছে।

 ‘আমিনা সুন্দরী’ নাটকের একটি দৃশ্যনাটক ‘আমিনা সুন্দরী’ প্রসঙ্গে নির্দেশক রোকেয়া রফিক বলেন,  ‘তিনশ’ বছর আগের কাহিনী হলেও এটাকে কোনো নির্দিষ্ট সময়ের গল্প বলে মনে করি না। সব কালেই পৃথিবীর সব প্রান্তে এ গল্প সত্যনিষ্ঠ। এক আমিনার গল্পে নাটকটিতে তুলে ধরা হয়েছে নারীর শত বছরের জীবনবঞ্চনার গল্প। বাঙালি নারীর চিরন্তন প্রেমের স্বরূপও এক আমিনার মধ্যে খুঁজে পাওয়া যাবে। পুরুষশাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনার এমন রূপ চোখ মেললেই দেখা যাবে আশেপাশে। ’

থিয়েটার আর্টের ১২তম প্রযোজনা ‘আমিনা সুন্দরী’। নাটকটিতে অভিনয় করেছেন - সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, সঙ্গীতা চৌধুরী, অপ্সরা মৌ, পল্লবী, ফরিদা লিমা, কামাল রায়হান, শিল্পী চৌধুরী, রেজাউল সুজন, ফেরদৌস আমিন বিপ্লব, হাসনাত প্রদীপ, নুরুজ্জামান বাবু, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, নীল চৌধুরী, চন্দন রেজা প্রমুখ।  

থিয়েটার আর্টের এই মিউজিক্যাল ড্রামাটির প্রথম প্রদর্শনী হয়েছিল ২০০৭ সালে ।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।