আমির খান
ভারতের মহারাষ্ট্রে ক্রিড়াবিদদের জন্য বিশেষ কার্যক্রম ‘মিশন শক্তি’ উদ্বোধন করলেন ‘দঙ্গল’খ্যাত বলিউড তারকা আমির খান। অলিম্পিকের মতো আন্তর্জাতিক অঙ্গনের উপযুক্ত প্রতিযোগী হিসেবে স্থানীয় ক্রিড়াবিদদের গড়ে তোলা ‘মিশন শক্তি’র উদ্দেশ্য।
রোববার (০৪ আগস্ট) মহারাষ্ট্রের এক মন্ত্রীর উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আমির খান।
সমাবেশের উদ্দেশ্যে আমির খান বলেন, ‘খেলাধুলা ছাড়া স্কুলে থাকতে আমি আর কী শিখেছিলাম তা খুব একটা মনে করতে পারি না।
দলবদ্ধ কাজের মাধ্যমে কীভাবে একটি কাজ সমাধা করা যায় তা আমরা খেলাধুলার মাধ্যমে শিখি। এর মধ্য দিয়ে আমরা সুসময় আর দুঃসময়ের যেকোন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয় তার প্রশিক্ষণ পাই। ’ সমাবেশকে অনুপ্রাণিত করতে বক্তব্যের মধ্যে একটি গানও গেয়ে শোনান এই তারকা অভিনেতা।
স্থানীয় উপজাতিদের একটি পর্বতারোহী দলকে সংবর্ধনা দেন আমির খান। ‘মিশন শৌর্য’র অংশ হিসেবে এই দলটি সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করেছে।
আমির খান বরাবরই খেলাধুলা ও শারীরিক কসরতের প্রতি অনুরাগী। তার একাধিক সিনেমায় তিনি এ বিষয়টি ফুটিয়ে তুলেছেন। তার মধ্যে ‘দঙ্গল’ সিনেমাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমকেআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।