সিন্ডি জানান, সিনেমাটির জন্য তিনি প্রায় ৬ মাস ভ্রু প্লাক করেন নি এবং কোনো মেকাপ ব্যবহার করেন নি। বরং পরিবর্তন করেছেন নিজের ওজনের।
আমেরিকা প্রবাসী হলেও সিনেমার টানে প্রতি বছর বাংলাদেশে ছুটে আসেন সিন্ডি রোলিং। তার প্রত্যাশা তিনি দর্শকদের নিয়মিত ভালো সিনেমা উপহার দেবেন।
সিনেমাটির পরিচালক ওয়ালিদ আহমেদ জানান, নতুন আঙ্গিকে ‘বন্ধু দয়াময়’ গানের সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস আর কন্ঠ দিয়েছেন মেহবুবা কামাল।
ঈদ উপলক্ষে শুক্রবার (৯ আগস্ট) প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে পরিচালক জানিয়েছেন।
ওয়ালিদ আহমেদ আরো জানান, প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ব্যানারে আগামী বছর সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তির পরিকল্পনা রয়েছে।
চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সিন্ডি রোলিং। এর আগে এ ধরনের চরিত্রে শাকিব খানের বিপরীতে ‘সুপার হিরো’, আরেফিন শুভর সঙ্গে ‘কিস্তিমাত’ ও ‘মুসাফির’ এবং রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া ‘কমন জেন্ডার’সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শক সমালোচকদেরও নজর কেড়েছেন।
আইটেম গান দিয়ে যাত্রা শুরু করে অ্যাকশন লেডি, ভিলেন ও স্টাইল আইকন হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রকাশ করেছেন সিন্ডি রোলিং। এবার তিনি সেজেছেন পল্লী বধূর সাজে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
ওএফবি