ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শ্বাসরুদ্ধকর ভৌতিক সিনেমা আসছে স্টার সিনেপ্লেক্সে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
শ্বাসরুদ্ধকর ভৌতিক সিনেমা আসছে স্টার সিনেপ্লেক্সে

বিশ্বব্যাপী ভূতের সিনেমা অনেক জনপ্রিয়। ছোট থেকে বড় সব শ্রেণির দর্শকদের ভৌতিক সিনেমার প্রতি বিশেষ কৌতূহল রয়েছে। হলিউডে এ পর্যন্ত বহু ভূতের সিনেমা বক্স অফিস তোলপাড় করেছে।

এ বছর এরই মধ্যে মুক্তি পাওয়া ‘অ্যানাবেল কামস হোম’ ও ‘দ্য কার্স অব লা লোরনা’ দর্শকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। আর শুক্রবার (৯ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে শ্বাসরুদ্ধকর ভৌতিক সিনেমা ‘স্ক্যারি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক’।

আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকরা সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্সে দেখতে পাবেন।  

আলভিন স্কোয়ার্টজের বই সিরিজ ‘স্ক্যারি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর অন্যতম প্রযোজক অস্কারজয়ী পরিচালক গিলের্মো দেল তোরো। সিনেমাটি পরিচালনা করেছেন নরওয়ের চিত্রনির্মাতা আন্দ্রে ওভ্রেডাল। এতে অভিনয় করেছেন জো কলেত্তি, মাইকেল গারজা, গ্যাব্রিয়েল রাশ, অস্টিন আব্রামস, ডিন নরিস প্রমুখ।  

ষাটের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে একটা পরিবর্তনের হাওয়া বইছিল। কিন্তু ছোট শহর মিল ভ্যালিতে সে হাওয়া লাগেনি। সেখানে একটা অশান্তি পরিলক্ষিত হয়। সেখানকার প্রজন্মের উপর পরিবারের ছায়া তাড়িয়ে বেড়ায়।  

বিষয়টা আবিষ্কৃত হয় শহরের শেষ প্রান্তে থাকা তরুণীর সারাহের ভয়ঙ্কর গল্প থেকে। স্ক্যারি স্টোরিজ সিরিজের এক বইতে তার নির্যাতিত জীবনের গল্প লেখা হয়। যা একদল টিন এজার, যারা সারাহ’র ভয়ানক বাড়ি আবিষ্কার করে তাদের বাস্তব জীবনের সঙ্গে খুব মিলে যায়।

সিনেমাটির গা ছমছমে প্রতিটা দৃশ্য দর্শকের বুকে কাঁপন ধরাবে বলে মনে করেন পরিচালক।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।