হজে অংশ নেওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন আতিফ। ফেসবুকে তিনি লেখেন, ‘আপনাদের সবার সঙ্গে একটি খবর শেয়ার করতে পেরে আমি আনন্দিত।
এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বিতর্ক শুরু হলো এর পরের কথাগুলো নিয়ে। ফেসবুকে আতিফ আরও লিখেছেন, ‘কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি কাশ্মীরের মানুষদের জীবনকে রক্ষা করুন!’
আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘কাশ্মীরিদের ওপর যে অত্যাচার এবং স্বৈরশাসন চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা করছি। আল্লাহ নিরপরাধ কাশ্মীরিদের রক্ষা করুন। ’
তবে এই কথাগুলো অতিফকে বিতর্কের মুখে ফেলেছে। তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন বলিউডে গান গেয়ে। একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি দর্শক-শ্রোতাদের। তবে ফেসবুকে নিজের হজ যাত্রার সঙ্গে ভারতের কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোস্টটি করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
অপরদিকে ২৯ বছর বয়সী ‘দিল কিয়া কারে’খ্যাত পাকিস্তানী তারকা অভিনেতা ফিরোজ খানও যোগ দিচ্ছেন হজে। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি আপনাদের জানাতে পেরে আনন্দিত যে, সর্বশ্রেষ্ঠের আহ্বানে এই বছরে হজ করতে যাচ্ছি। যেকোন পরিস্থিতিতে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা রইলো। ’
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এমকেআর