এরমধ্যে চারটি অনুষ্ঠান তিনি উপস্থাপনা করবেন আর একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করবেন নীল।
এ প্রসঙ্গে নীল হুরেরজাহান বাংলানিউজকে বলেন, ‘উপস্থাপনায় আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।
নীলের উপস্থাপনায় এনটিভির অনুষ্ঠান ‘অনলাইন ভাইব্রেশন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ২০ মিনিটে। এছাড়া এটিএন বাংলায় তার আরেকটি অনুষ্ঠান প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ১০টায়।
ঈদের দিন থেকে সাত দিনব্যাপী দীপ্ত টিভিতে রান্নার অনুষ্ঠান ‘ঈদ স্পাইসি কিচেন’ ও নাগরিক টিভিতে একটি সরাসরি গানের অনুষ্ঠান উপস্থাপনা করবেন নীল। তার নৃত্যানুষ্ঠানটি আরটিভিতে প্রচার হবে।
অনুষ্ঠান উপস্থাপনা-নাচ ছাড়াও এই ঈদে নীল চারটি নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়া নিউজ২৪ চ্যানেলে প্রতিদিন ‘ইটস অ্যামেজিং’ নামে একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপন করেন নীল।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
জেআইএম/ওএফবি