নাটকের গল্পে দেখা যাবে, চলতে ফিরতে সবকিছুতেই জাহিদ হাসান লো-প্রেসারের রোগী। আসলে এটা তার রোগ নয়, প্রতারণার কৌশল।
নাটকটিতে জাহিদ হাসানের অভিনয়ের মাধ্যমে সমাজের নানা ধরনের অসঙ্গতি তুলে ধরেছেন গল্পকার।
ডাক্তাররা বলে থাকেন, লো-প্রেসারের রোগীকে অতিরিক্ত টেনশন দেওয়া যাবে না, তাহলে তার মৃত্যু হবে। ডাক্তারের এমন পরামর্শে রোগী আরও বেশি করে টেনশনে আক্রান্ত হয়। কারণ ডাক্তারই তার মাথায় লো প্রেসারের টেনশন ঢুকিয়ে দিয়েছে। এ ধরনের ঘটনাগুলো সমাজের জন্য যে কি পরিমাণ অকল্যাণ বয়ে আনে- তা’ই এই নাটকে তুলে ধরা হয়েছে।
ঈদ উপলক্ষে বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় বৈশাখী টিভিতে নাটকটির চতুর্থ পর্ব প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
ওএফবি