ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

খাবার খেতে পারছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
খাবার খেতে পারছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপ জনিত সমস্যা নিয়ে বুধবার (১৪ আগস্ট) কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন খাবার খেতে পারছেন।

এছাড়া তার শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বা সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য স্থিতিশীল রয়েছে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে সৌমিত্রকন্যা পৌলোমী বসু বলেন, ‘বাবার আর জ্বর নেই। শ্বাসকষ্ট আগের থেকে কম। তিনি এখন খেতে পারছেন। আগের থেকে নিশ্চিন্ত লাগছে। ’

হাসপাতালে ফুল পাঠিয়ে ৮৪ বছর বয়সের বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার খবর নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোবাইলে সত্যজিৎ রায়ের অপুর সঙ্গে কথাও বলেন তিনি। সুস্থ হলে সৌমিত্রকে দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মমতা।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।