আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা প্রচলিত একটি ধারণা হচ্ছে, স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হবেন এবং তাদের বয়সের পার্থক্য ৪ থেকে ৬ বছর হলে খুব ভালো। এমন ধারণার বিপরীত দিকে হাঁটা তিন দম্পতির গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বেমানান’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন।
ধারাবাহিকটিতে এক দম্পতিতে স্ত্রীর চাইতে স্বামী ২১ বছরের বড়। আরেক দম্পতিতে স্বামীর চাইতে স্ত্রী ৬ বছরের বড়, আরেক জুটি সমবয়সী।
একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এই তিন দম্পতির সম্পর্কের জটিলতা, টানাপড়েন এবং হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘বেমানান’র গল্প।
ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মৌসুমী হামিদ, শ্যামল মওলা, তাসনুভা তিশা, বিজরী বরকতউল্লাহ, লুৎফর রহমান জর্জ, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল প্রমুখ।
মঙ্গলবার (২০ আগস্ট) থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে ‘বেমানান’ প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অগাস্ট ১৯, ২০১৯
জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।