আলোকে, আধো ছায়াতে খোলা কাজলে/ছদ্মবেশী রোদ পোড়ালাম/দেয়ালের খামখেয়ালে বৃত্ত এঁকে চোখে রঙ মেখে/ভুলেই সাজালাম- এমন কথার গানটি সুর ও কণ্ঠে তোলার পাশাপাশি ভিডিওতেও রয়েছে তুলিপের একক উপস্থিত। ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।
এই গান প্রসঙ্গে তুলিপ সেনগুপ্ত বলেন, ‘শ্রোতাদের জন্যই গান। তাদের ভালো লাগার মধ্যেই শিল্পীর সার্থকতা। তবে চেষ্টা করেছি, ভালো একটা গান দাঁড় করানোর। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। ’
তুলিপ আরও বলেন, ‘বাবার হাত ধরেই গানের ভুবনে আসা। যখনই সুযোগ পাই নতুন নতুন গান নিয়ে চিন্তা করি। সামনে আমার কণ্ঠের বেশকিছু মৌলিক গান পাবেন দর্শক-শ্রোতারা। ’
বৃহস্পতিবার (২২ আগস্ট) সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ারের প্রযোজনা আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গান-ভিডিও ‘ছদ্মবেশী রোদ’।
এদিকে আশরাফ শিশির পরিচালিত ‘আমরা একটা সিনেমা বানাব’ সিনেমায় প্লেব্যাক করেছেন তুলিপ। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।
ভিডিও:বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
ওএফবি