জানা গেছে, সিনেমাটির নায়িকা হিসেবে পূর্ণিমাকে নির্বাচন করেছিলেন পরিচালক। কিন্তু অপ্রত্যাশিত পারিশ্রমিক চাওয়ায় পূর্ণিমাকে রাখা হয়নি সিনেমাটিতে।
এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পরিচালক আমিন পারভেজের সঙ্গে কথা হয় বাংলানিউজের। তিনি বলেন, ‘পারিশ্রমিকের কারণে পূর্ণিমাকে নেওয়া যাচ্ছে না, বিষয়টা ঠিক নয়। পূর্ণিমার চেয়ে স্বস্তিকার বাজেট কম না। সামগ্রিক বিবেচনায় আসলে পূর্ণিমাকে নিতে পারিনি। ’
বিষয়টি খোলাখুলি করে তিনি আরও বলেন, ‘সিনেমাটির টেকনিক্যাল বিষয়গুলো দেখার জন্য আমরা কলকাতার একটি অ্যাপসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। সেক্ষেত্রে সিনেমাটি ওপার বাংলাতেও মুক্তি দিতে পারবো। আর এর জন্য নায়িকা এখান থেকে নিলে নায়ক ওখান থেকে নিতে হবে। কিন্তু আমরা চাচ্ছি, নায়ক আমাদের এখান থেকেই নিতে। যে কারণে পূর্ণিমার চিন্তাটা বাদ দিতে হয়েছে। তার বদলে স্বস্তিকাকে নিয়েছি। তবে সিনেমাটি কিন্তু যৌথ প্রযোজনার না, বাংলাদেশের সিনেমা। অচিরেই সিনেমাটির নায়ক ও অন্যান্য অভিনয়শিল্পীদের নাম চূড়ান্ত করবো। ’
এ বিষয়ে পূর্ণিমা বাংলানিউজকে বলেন, ‘এ সিনেমার বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে কিনা বলতে পারছি না। তবে সম্প্রতি কারও সঙ্গে নতুন সিনেমার ব্যাপারে আমার কোনো কথা হয়নি। অনেক আগে কথা হয়ে থাকতে পারে, ভুলে গেছি। ’
এদিকে পূর্ণিমা বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ওএফবি