গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন রুবেল নিজেই। সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।
এই গান প্রসঙ্গে প্রিন্স রুবেল বলেন, ‘এই শহরে গায়ক হতে এসে, হয়েছি গীতিকার-সুরকার। অভিমানে গুটিয়ে নিয়েছিলাম নিজেকে। হয়েছিলাম ঘরকুনে। সেই আমাকে আবার সঙ্গীতাঙ্গনে এনেছেন ধ্রুব গুহ দাদা। ধ্রুব’দা এবং ‘ধ্রুব মিউজিক স্টেশন’র প্রতি আমি কৃতজ্ঞ। লোক ঘরনার এই গানটি অনেকটা সময় নিয়ে করেছি। বর্তমান শ্রোতাদের কথা মাথায় রেখেই গানটি করা। আশা করছি সবার ভালো লাগবে। ’
সোমবার (২৬ আগস্ট) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে গানটি।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ওএফবি