ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমাজন রক্ষায় ৫০ লাখ ডলার দিচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আমাজন রক্ষায় ৫০ লাখ ডলার দিচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও আমাজন রক্ষায় অনুদানের ঘোষণা দিলেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ বিশ্বজুড়ে দারুণ সাফল্য পেয়েছে। এখনও বক্স অফিসে মাথা উঁচিয়ে আছে সিনেমাটি। তবে এই সাফল্যে ভেসে যাননি এর নন্দিত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তার পরিবেশচেতনা ঠিকই জাগ্রত আছে।  

দাবানলে ক্ষতিগ্রস্ত ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত আমাজনের সংরক্ষণে তার প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্স এগিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির পক্ষে তিনি ৫০ লাখ ডলার সাহায্যের অঙ্গিকার করেছেন।

 

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লিওনার্দো ডিক্যাপ্রিও

জুলাই মাসে দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন সংযুক্ত হয়ে যায় আর্থ অ্যালায়েন্স’র সঙ্গে। পৃথিবীর জলবায়ু ও পরিবেশ পরির্তন মোকাবিলায় জরুরী ভিত্তিতে কাজ করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।  

হলিউড তারকা লিওনার্দো তার দুই বন্ধু লরিন পাওয়েল জবস এবং ব্রিয়ান শেথকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

আর্থ অ্যালায়েন্স’র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই অর্থ আমাজন সংরক্ষণের জন্য স্থানীয় ৫টি প্রতিষ্ঠানকে  দেওয়া হবে।

আরও পড়ুন: চেন্নাইয়ের তীব্র পানি সংকটে উদ্বিগ্ন ক্যাপ্রিও 

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।