২৭ আগস্ট সারাটা দিনজুড়ে এই সৌন্দর্যের তারকা সামাজিক যোগাযোগমাধ্যম বা মোবাইলে জন্মদিনের অগণিত শুভেচ্ছা তো পেয়েছেনই, কিন্তু তার বন্ধুরা তাকে যে সারপ্রাইজ দিয়েছেন তা একেবারেই অতুলনীয়।
এদিন দুপুরে ঐশীর বন্ধুরা তাকে নিয়ে যান রাজধানীর খিলগাঁও এলাকার নন্দীগ্রামে।
এই অবহেলিত শিশুদের সঙ্গে জন্মদিনের কেক কেটেছেন ঐশী। তাদের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি। সবার সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। এর চেয়ে বড় মানবিক ও স্বর্গীয় অনুভূতি আর কি কিছু হতে পারে?
নিজের জন্মদিন প্রসঙ্গে ঐশী বাংলানিউজকে বলেন, ‘সারাদিন অনেকেই আমাকে কল করে এবং ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আমার এই জন্মদিনের সেরা সময়টা কেটেছে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। আমার বন্ধুরা আমাকে চমকে দেওয়ার জন্য তাদের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা করে। সত্যি মনের ভেতর থেকে অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছি। ’
ঐশীর গ্লামারাস ক্যারিয়ারে এই সাদাসিধে সময়টুকু যেন তাকে গভীর জীবনোপলব্ধি দিয়েছে। দারুণ খুশি তিনি এই শিশুদের উষ্ণ ভালোবাসার ছোঁয়া পেয়ে।
গেল বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে আলোকিত করেছেন ঐশী। বর্তমানে একটি মোবাইল কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। তার হাতে রয়েছে ‘আদম’, ‘স্বপ্নবাজি’ ও ‘মিশন এক্সট্রিম’ নামে তিনটি সিনেমার কাজ। এর মধ্যে ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় তিনি জুটি বেঁধে কাজ করছেন আরিফিন শুভ’র সঙ্গে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
জেআইএম/এমকেআর