ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৩১ আগস্ট কক্সবাজারে আসছে ‘শাটল ট্রেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
৩১ আগস্ট কক্সবাজারে আসছে ‘শাটল ট্রেন’

কক্সবাজার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে উপজীব্য করে প্রথমবারের মত নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’।

চলচ্চিত্রটিতে থাকছে বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য,  প্রেম-ভালবাসা, বিচ্ছেদ ও শিক্ষাঙ্গনের নানান বৈচিত্র।

এতে মোট আটটি মৌলিক গান রয়েছে।

গানগুলোর কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তারা অভিনয়ও করেছেন।  

বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ছাত্রী মোহসেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্র। পরিচালনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৩৪তম ব্যাচের সাবেক ছাত্র ও চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ এবং প্রধান সহকারী পরিচালক রিফাত মোস্তফা।

চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ জানান, শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শাটল ট্রেন প্রদর্শিত হবে।

বাংলাদশে সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।