অভিনয় নিয়ে তার স্বপ্ন প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, ‘দেশের অভিনয়শিল্পীদের মধ্যে আমি সবসময় জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশা আপুকে আদর্শ মনে করি। প্রিয় এই দুজন শিল্পীর অভিনীত কাজগুলো খুব একটা মিস করি না।
হিমি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ তথা বিশেষ বিশেষ চরিত্রের অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। দক্ষ নির্মাতাদের সঙ্গে কাজ করার জন্য নিজেকে গড়ে তুলতে চাই। কোনো নির্মাতা তার সেরা একটা গল্পের জন্য প্রথমেই যেন আমাকে চিন্তা করেন- এই স্বপ্নটাও দেখি। ’
আপনি তো ফিন্যান্স নিয়ে পড়াশোনা করছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। পড়াশোনো শেষ করে চাকরির ইচ্ছে আছে, নাকি শুধু অভিনয় নিয়েই থাকতে চান? উত্তরে তিনি বলেন, ‘বুঝতে শেখার পর থেকে কর্পোরেট জব’র প্রতি আমার একটা স্বপ্ন জাগে। এখন আমার চিন্তা মূলত অভিনয় নিয়েই। তবে পড়াশোনা শেষ করে কিছুদিনের জন্য হলেও চাকরি করবো, স্বপ্ন পূরণের জন্য। আর অভিনয়ের পাশাপাশি ভালো কিছু গান করারও ইচ্ছে আছে। চালিয়ে যাবো নাচও। ’
এদিকে এরইমধ্যে বেশকিছু বিজ্ঞাপন, নাটক, স্বল্পদৈর্ঘ্য, ধারাবাহিক এবং গান-ভিডিওতে কাজ করেছেন হিমি। গান-অভিনয়ের পাশাপাশি করছেন উপস্থাপনাও।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
ওএফবি