সিনেমাটিতে উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম আর বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সঙ্গে ঢাকার নিজস্ব সংস্কৃতিও ফুটে উঠেছে।
গত মাসে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত ‘গ্লোবাল সিনেমা ফেস্টিভাল’, রাশিয়ায় অবস্থিত পৃথিবীর শেষ সীমান্ত হিসেবে পরিচিত ‘১০ম সাখালিন ফিল্ম ফেস্টিভাল’ এবং ‘সিঙ্গাপুর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল’সহ তিনটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল ‘ইতি, তোমারই ঢাকা’। এছাড়া গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত ‘কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসব’র ১৫তম আসরে সিনেমাটি ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতেছিল।
এদিকে গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হয়েছিল ‘ইতি, তোমারই ঢাকা’র যাত্রা। মুক্তির আগেই এ পর্যন্ত সিনেমাটি বিশ্বের প্রায় ১৫টি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে।
১১ জন তরুণ নির্মাতা নির্মাণ করেছেন ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন- আবদুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান ও সৈয়দ আহমেদ শাওকী।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
ওএফবি