বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির/হাজার বছর ধরে/বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য উঠুক পৃথিবী জুড়ে- নচিকেতার জন্য এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল।
এ গান প্রসঙ্গে সঙ্গীতায়োজক মুশফিক লিটু বাংলানিউজকে বলেন, ‘মিউজিক ট্র্যাক বেশ কিছুদিন আগেই প্রস্তুত করে রেখেছিলাম। কিন্তু হুট করেই শনিবার (৩১ আগস্ট) কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে গানটি রেকর্ডিংয়ের সময় চূড়ান্ত করা হয়। যে কারণে আমি যেতে পারিনি, মিউজিক ট্র্যাক পাঠিয়ে দিয়েছি। আর নচিকেতার সঙ্গে কাজ করেছি, এজন্য নিজের মধ্যে বাড়তি ভালোলাগা কাজ করছে। ’
গীতিকার সুজন হাজং বলেন, ‘বঙ্গবন্ধুর কথা উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম তার সঠিক ইতিহাস জানতে আগ্রহী হয়। আর এই গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ শিরোনামের অ্যালবামে থাকছে। এতে আরও কণ্ঠ দিচ্ছেন ফাহমিদা নবী, শুভমিতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) ও শালাবি (মালদ্বীপ)।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
ওএফবি