ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নজরুলের জীবন ও সৃষ্টি নিয়ে অডিও অ্যালবাম ‘স্মরণে নজরুল’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
নজরুলের জীবন ও সৃষ্টি নিয়ে অডিও অ্যালবাম ‘স্মরণে নজরুল’

ঢাকা: কলকাতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে দুই বাংলার ৪০ জনের স্মৃতিচারণার শ্রুতিভাষ্য সংবলিত অডিও অ্যালবাম ‘স্মরণে নজরুল’।

সম্প্রতি দক্ষিণ কলকাতার ‘মিউজিক ক্যাফে’-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন লেখকের লেখা থেকে যেমন আমরা নজরুলকে জানতে পারি, ঠিক সেরকমই ৪০ জনের স্মৃতিচারণা এবার অডিও-অ্যালবাম আকারে প্রকাশিত হলো।

অডিও-অ্যালবামটি প্রকাশ করেছে কোয়েস্ট ওয়ার্ল্ড।

অ্যালবামে স্মৃতিকথা পাঠ করেছেন আবৃত্তিশিল্পী দেবাশিস বসু, প্রথিতযশা সঙ্গীতশিল্পী ও আকাশবাণী রেডিও-র সঞ্চালিকা ভাস্বতী দত্ত ও নজরুল সঙ্গীত শিল্পী সোমঋতা মল্লিক।

কলকাতার ছায়ানট নিবেদিত ও কোয়েস্ট ওয়ার্ল্ড পরিবেশিত এই স্বতন্ত্র অ্যালবামটির পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন সোমঋতা মল্লিক এবং প্রকাশনার দায়িত্বে ছিলেন স্বাগত গঙ্গোপাধ্যায়।

কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ দিবস উপলক্ষে নজরুলতীর্থ ও হিডকোর উদ্যোগে এই অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, রবীন্দ্রতীর্থ ও নজরুলতীর্থ-র কিউরেটর অনুপ মতিলাল, প্রশান্ত মাজি, নারায়ণ শীল।

এছাড়া অ্যালবামটির সঙ্গে যুক্ত দেবাশিস বসু, ভাস্বতী দত্ত, ছায়ানট (কলকাতা)-র সভাপতি সোমঋতা মল্লিক ও কোয়েস্ট ওয়ার্ল্ডের কর্ণধার স্বাগত গঙ্গোপাধ্যায়ও ছিলেন অনুষ্ঠানে।

অ্যালবাম নিয়ে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।