ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমার ফাঁসির মঞ্চের শুটিংয়ের সময়কার একটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে কথাগুলো বললেন পরিচালক ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ।
তিনি বলেন, ‘সালমান শাহ অসম্ভব রকমের শক্তিশালী একজন অভিনেতা ছিল।
ছটকু আহমেদের লেখা ‘স্বপ্নের ঠিকানা’ ছিল সালমান-শাবনুর জুটির প্রথম সিনেমা। তার পরিচালনায় ‘বুকের ভেতর আগুন’ সিনেমাতেও সালমান অভিনয় করেছিলেন। তবে সিনেমাটির ৩০ শতাংশ শুটিং বাকি থাকতেই পৃথিবী থেকে বিদায় নেন এই মেধাবী অভিনেতা।
‘সেদিন আমি টিভির সামনে বসে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখছিলাম। আমার এক প্রযোজক বন্ধু কল দিয়ে সালমানের চলে যাওয়ার খবর দেয়। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। কারণ সালমানের মৃত্যুর খবর শোনার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। এমন গুণী একজন অভিনেতা এতো দ্রুত চলে যাবে? সেটা কোনোভাবেই মানতে পারছিলাম না। ‘বুকের ভেতর আগুন’ সিনেমার শুটিং বাকি ছিল। সিনেমাটির প্রযোজক ছিল আমার স্ত্রী মাসরুরাহ আহমেদ এপি। পরে ফেরদৌসকে দিয়ে সিনেমাটি শেষ করি’, যোগ করেন ছটকু আহমেদ।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুবরণ করেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল, মাত্র তিন বছরে তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। প্রায় বেশিরভাগ সিনেমাই ব্যবসায়ীক সাফল্য পায়। ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রেখেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
জেআইএম