যৌথভাবে এই আয়োজন করছে রিজ ইভেন্সট, অফি ট্র্যাক ও ট্রিলজি। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আয়োজকরা।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র গ্র্যান্ড ফিনালেতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন সুস্মিতা। এই আয়োজনে অন্যান্য বিচারক হলেন বিপাশা হায়াত, রুবাবা দৌলা, মাহিন খান ও তুতলী রহমান।
আয়োজকরা আরও জানান, এই প্রতিযোগিতায় ১৮ থেকে ২৮ বছরের অবিবাহিত নারীরা অংশ নিতে পারবেন। এর নিবন্ধন চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে অডিশন পর্ব। আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য www.missuniverse.com.bd সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এছাড়া নিবন্ধন প্রক্রিয়া ও প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে www.facebook.com/MUBangladesh -এ।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
ওএফবি