ওই বিদেশিনী নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এসেছেন বাচ্চু নামের এক ব্যক্তির খোঁজে। কথা বলার এক পর্যায় তাদের বন্ধুত্ব হয়ে যায়।
দু’মাস আগে বাচ্চু দেশে এসেছেন। কিন্তু বেশ কিছুদিন ধরে বাচ্চুর স্কাইপি, ফোন সবই বন্ধ। দু’জন মিলে বাচ্চুর বাড়ি খুঁজে জানতে পারেন, ভাইদের হাতে নিহত হয়েছেন তিনি। এই বিদেশিনীর সঙ্গে নেদারল্যান্ডসে বাচ্চুর বিয়ে হয়েছিল। তাদের ছয়মাসের সংসার। বিদেশিনী নিজ দেশে চলে যাওয়ার কিছুদিন পর সারোয়ারকে মেইল করে জানান, তিনি গর্ভবতী। আর তার অনাগত সন্তানের নাম রাখা হবে বাচ্চু। আশুতোষ সুজনের রচনায় ও পরিচালনায় এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কোথায় পাবো তারে’। এতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ইরেশ যাকের, অভিনেত্রী মৌসুমী হামিদ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় এসএটিভিতে ‘কোথায় পাবো তারে’ খণ্ড নাটকটি প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
জেআইএম