মুম্বাইয়ে গণেশ পূজা অন্যতম প্রধান একটি উৎসব। অনন্ত চতুর্দশী হলো ১০ দিনব্যাপি গণেশ উৎসবের চূড়ান্ত পর্ব।
টুইটারে গণেশ পূজার ছবি শেয়ার করে মিষ্টি এক বার্তা দিয়েছেন শাহরুখ খান। তিনি লেখেন, ‘পূজা শেষ, বিসর্জন সম্পন্ন, গণপতি বাপ্পা মোরিয়া! পার্থিক এবং অপার্থিব সব সুখ-শান্তি প্রতিটি গৃহে এবং প্রতিটি পরিবারেই বিরাজ করুক। ’
শাহরুখ খানের স্ত্রী গৌরী চিবার হিন্দু। বলিউডের ‘বাদশাহ’ নিজেও সকল ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। তাই তার বাড়িতে ঈদ যেমন সাড়ম্বরে উদযাপন করা হয়, তেমনি তার স্ত্রী-সন্তানদের সঙ্গে পূজা উৎসব পালনেও কোন কার্পণ্য করেন না।
যেকোন কাজে শুভ আরম্ভ ও সাফল্যের জন্য হিন্দু উৎসব গণেশ চতুর্থী উদযাপন করা হয়। ব্রিটিশ শাসনামলে সবার সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময়ের জন্য বাৎসরিক একটি শক্তিশালী মাধ্যম ছিল এই উৎসবটি। তবে এখন এটি শুধুমাত্র সর্বজনীন উৎসব হিসেবেই পালিত হয়।
সম্প্রতি শাহরুখ খান কোন সিনেমাতেই কাজ করতে স্বাক্ষর করেননি বলে নিশ্চিত করেছেন। আনুশকা শর্মার সঙ্গে ‘জিরো’ ছিল তার সর্বশেষ সিনেমা।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এমকেআর