এরই মধ্যে সিনেমাটির প্রচারণা শুরু করেছে ‘গুমনামী’ টিম। সম্প্রতি কলকাতার ঐতিহ্যশালী পূজাগুলির অন্যতম শিমলা ব্যায়াম সমিতির মাঠেও গিয়েছেন তারা।
অঞ্জু ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা ‘কোনানড্রাম’ বই থেকে অনুপ্রাণিত হয়ে সৃজিত ‘গুমনামী’ নির্মাণ করেছেন। কথিত রয়েছে, ১৯৭০ সালের দিকে ভারতের উত্তর প্রদেশে আর্বিভাব ঘটে গুমনামী বাবার। কারো কারো মতে, এই বাবাই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই ধারণার উপর ভিত্তি করেই সিনেমাটির চিত্রনাট্য সাজানো হয়েছে।
সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশের পর পরিচালক বেশ বেকায়দায় পড়েছিলেন। সুভাষচন্দ্র বসুর পরিবার সিনেমাটি নিয়ে আপত্তি জানায়। এর সূত্র ধরে সৃজিত মুখার্জি আইনি নোটিশও পান। তবে সব কিছু ছাপিয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘গুমনামী’। সিনেমাটিতে প্রসেনজিৎ ছাড়াও আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
জেআইএম