তুমুল জনপ্রিয় টিভি শো কৌন বনেগা ক্রোরপতির চলতি পর্বে প্রথম প্রতিযোগী হিসেবে এক কোটি রুপি জিতেছেন সনোজ রাজ। এরপর জ্যাকপট প্রশ্নটি ছিল আরও মূল্যবান।
সনোজ বলেন, ‘আমার বাবা একজন কৃষক। আমি তাকে টাকাগুলো দিচ্ছি – ব্যাপারটা এমন না, এগুলো বাবারই টাকা। ’ তিনি জানান, ‘আমাদের পরিবারের দুরাবস্থার কারণে বাবা তার লেখাপড়া শেষ করতে পারেননি। তাই আমরা আমাদের পড়াশুনায় মনোযোগ দিয়েছিলাম যাতে একই পরিস্থিতির সম্মুখীন আবার না হতে হয়। ’ এই টাকা দিয়ে কৃষি খামার এবং একটি লাইব্রেরি গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
সনোজের মা একজন গৃহিনী। দাদা-দাদী, চাচা-চাচী, ভাই-বোন সবার সঙ্গে যৌথ পরিবারে বাস করেন তারা।
ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা হওয়ার জন্য বর্তমানে দিল্লিতে পড়াশুনা করছেন সনোজ। এটাই তার স্বপ্ন। কেন? ‘আমি তাই করতে পারব যা করতে আমার খুব আগ্রহ, তা হলো মানুষের সঙ্গে মেশা ও তাদের সমস্যাগুলো সমাধান করা। এটা টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’, বলেন সনোজ।
যে চূড়ান্ত প্রশ্নটির উত্তর দিয়ে সনোজ কোটি রুপি জিতেছেন, সেই প্রশ্নটি হলো, ‘ভারতের কোন প্রধান বিচারপতির বাবা ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?’
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এমকেআর