শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এফডিসির ৮ নাম্বার ফ্লোরে এক সংবাদ সম্মলনে এমন তথ্য জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।
ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, ‘আমরা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর গালা ইভেন্টের জন্য মানুষী ছিল্লার সঙ্গে কথা বলেছি।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর বিচারকের দায়িত্ব পালন করবেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।
প্রায় ৩০ হাজার প্রতিযাগী থেকে বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর মূল মঞ্চে অংশগ্রহণে করবেন।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অমিকন এন্টারটেনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এক্সপার্ট প্রাভাইডারসের
ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকার, এক্সোজার’র সিওও সজীব রশীদ।
মানুষী ছিল্লার ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’-এর মুকুট জিতেন। এর পূর্বে ২০১৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭’- এর মুকুটও জিতেন তিনি। ওয়ার্ল্ড খেতাবধারীদের মধ্যে ছিল্লার হচ্ছেন ৬ষ্ঠ ভারতীয় মহিলা এবং এর পূর্বে মিস ওয়ার্ল্ড ২০০০-এ এই খেতাব জিতেন প্রিয়াঙ্কা চোপড়া।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
জেআইএম/ওএফবি