তবে হুট করেই এগোতে চান না তারা। যে কারণে ব্যান্ড গঠনের প্রায় পাঁচ বছর পর তাদের প্রথম গান প্রকাশ পায়।
‘দুটি গানই বেশ প্রশংসিত হয়েছে। মানে, খুব ভালো সাড়া পেয়েছি। গানগুলো শ্রোতারা শুনতে পাবেন ‘অ্যাডভার্ব’র ফেসবুক পেইজ, বিভিন্ন স্যোশাল মিডিয়া প্লাটফর্ম, বিভিন্ন অনলাইন স্ট্রিমিং অ্যাপ এবং ‘অ্যাডভার্ব’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়া দেশের সবগুলো রেডিওতে প্রায়ই বাজানো হচ্ছে আমাদের গান দুটি। আশা করি সবার ভালোবাসা-সহযোগিতা পেলে ‘অ্যাডভার্ব’কে একটি প্রতিষ্ঠিত ব্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবো। ’
তিনি আরও বলেন, ‘রক অল্টারনেটিভ রক এবং এক্সপেরিমেন্টাল জনারের গান করে থাকি আমরা। সঙ্গীতই আমাদের একমাত্র ধ্যান-জ্ঞান। সামনে আমাদের আরও বেশ কয়েকটি গান প্রকাশ পাবে। অন্যান্য ব্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা রক গানের গৌরবকে গৌরবান্বিত করাই আমাদের লক্ষ্য। এছাড়া আগামী বছরের মাঝামাঝি সময়ে ৫ থেকে ৬ গানের একটি শরীরি অ্যালবাম প্রকাশের ইচ্ছে আছে আমাদের। ’
ব্যান্ডের বর্তমান লাইন আপ- প্রান্ত (ভোকাল), লিংকন (গিটার), রেক্স (গিটার), সোহাগ (ড্রামার) ও তুহিন (বেস গিটার)।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ওএফবি