হ্যাঁ, প্রকাশ্যে এলো আইয়ুব বাচ্চুর রুপালি গিটার। চট্রগ্রাম নগরীর প্রর্বতক মোড়ে এখন এটি দেখা যাচ্ছে।
স্টিলের পাতে তৈরি ১৮ ফুট উঁচু গিটারটিতে রয়েছে ৬টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়বে। জানা গেছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাস্কর্যটি উদ্বোধন করছেন নগরীর মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গত বছরের ১৮ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন গুণী এই শিল্পী। ২০ অক্টোবর চট্টগ্রাম নগরীর চৈতন্য গলি কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
১৯৯০ সালের ৫ এপ্রিল এলআরবি গড়ে তোলেন আইয়ুব বাচ্চু। প্রথম ব্যান্ডটির নাম রাখা হয়েছিলো ‘লিটল রিভার ব্যান্ড (এলআরবি)। পরবর্তীতে ১৯৯৭ সালে এই নাম বদল করে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড (এলআরবি)’।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ওএফবি