২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে পারবেন আগ্রহীরা। আবেদনপত্র পাওয়া যাবে শিল্পকলার একাডেমির কফি হাউজ, আজিজ সুপার মার্কেটের সুরের মেলা।
অবক্ষয় এবং অপরুচির বিরুদ্ধে সুস্থ নাট্যচর্চার লক্ষ্যে কতিপয় সাহসী নাট্যকর্মীর উদ্যোগে ১৯৯৩ সালের ২৪ জুন গঠিত নয় নাট্যধারা। তাদের জানান, ‘মানুষের জীবন ফুলের মতো, প্রতিনিয়ত বিকাশ হওয়ার সম্ভাবনা থাকে। অথচ সে জীবনকে ধ্বংস করে দিচ্ছে অপশক্তি, রাষ্ট্রের গুটিকয়েক জ্ঞানপাপী, যুদ্ধংদেহী, শক্তিশালী মারণাস্ত্র, হীন স্বার্থে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ আর মৌলবাদের হিংস্র থাবা। আমরা এই উন্মাদ কলুষিত জ্ঞানপাপীদের বিরুদ্ধাচারণ করছি, করবো। এই আশায় এক দিন মানুষ ফিরে পাবে বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী; সাম্য-মৈত্রীর বন্ধনে গড়া মাটির স্বর্গ। ’
নাট্যধারা নাটক মঞ্চায়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল মূলবোধকে প্রাধান্য দেয়। পেশাদারী মনোভাব নিয়ে গ্রুপ থিয়েটার আন্দোলনের চেতনায় মঞ্চে এবং পথে গত ২৬ বছর ধরে নাটক করে নাট্যধারা নাট্যামোদী মহলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ওএফবি