ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘উত্তম কুমার, অমিতাভ ও রাজ্জাকের পর সালমান শাহ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
‘উত্তম কুমার, অমিতাভ ও রাজ্জাকের পর সালমান শাহ’ মঞ্চে কথা বলছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: রাজীন চৌধুরী/বাংলানিউজ

চলচ্চিত্রাভিনেতাদের মধ্যে উত্তম কুমার, অমিতাভ বচ্চন ও নায়করাজ রাজ্জাকের পরই ক্ষণজন্মা নায়ক হিসেবে সালমান শাহের নাম আসে বলে মনে করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহে ‘সালমান শাহ জন্মোৎসব ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে এমনটি জানান প্রতিমন্ত্রী।  

সালমান শাহ প্রসঙ্গে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সালমান শাহ শুধু একটি নাম নয়, একটি অনুপ্রেরণা।

তিনি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, তরুণদের মাঝে নিজেকে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মৃত্যুর ২৩ বছর পরেও একজন অভিনেতা কতটা জনপ্রিয় তার উদাহরণ সালমান শাহ নিজেই। তিনি এত জনপ্রিয় অভিনেতা যাকে আমি যেমন পছন্দ করি, আমার সন্তান যার বয়স ১৫ বছর, সেও সমানভাবে পছন্দ করে। ’সালমান শাহের জন্মোৎসব উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অন্যান্য অতিথিরাউপস্থিত দর্শকদের উদ্দেশ্যে করে পলক বলেন, ‘আপনারা বলুন, এই মুহূর্তে হলিউড, বলিউড ও ঢালিউডে কোনো সমসাময়িক নায়কের চেয়ে সালমান শাহ কি কম আপডেটেড ছিলেন? ওনার যে ফ্যাশন সচেতনতা, ওনার যে বাচনভঙ্গি সেটা সময় দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়। উত্তম কুমার, অমিতাভ বচ্চন ও নায়করাজ রাজ্জাকের পর যদি কোনো নাম উল্লেখ করতে হয়, তাহলে আমি বলবো সেটা সালমান শাহ। ’

সালমান শাহের অভিনয়ের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘সালমান শাহ যখন যে চরিত্রেই অভিনয় করতেন, সেই চরিত্রেই মানিয়ে নিতেন নিজেকে। তখন মনে হতো তিনি ওই চরিত্রটির জন্যই জন্মেছেন। আমি তার মাগফেরাত কামনা করছি। ’

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক জানান, নেটফ্লিক্সসহ বিশ্বের যত বড় বড় স্ট্রিমিং প্লাটফর্ম রয়েছে, সবগুলোতে সালমান শাহের সিনেমা প্রচারের উদ্যোগ নেবেন তিনি। পাশাপাশি বাংলাদেশি সব সিনেমাও তিনি স্ট্রিমিং প্লাটফর্মে দেওয়ার আহ্বান জানান। সালমান শাহ’র জন্মোৎসব উদ্বোধন অনুষ্ঠানে শাকিব খানসহ অন্যান্য অতিথিরা।  ছবি: রাজীন চৌধুরী/বাংলানিউজতিনি আরও বলেন, ‘চলচ্চিত্র হচ্ছে একটি সুস্থ বিনোদন। তরুণদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে মুক্ত করে আমরা যদি সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে কিন্তু সমাজ পরিবর্তনে একটা অন্যতম মাধ্যম হতে পারে চলচ্চিত্র। একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছে, নতুন প্রযোজক আসছেন না অর্থায়ন করতে। এজন্যই নতুন নতুন শিল্পীর আগমন ঘটছে না চলচ্চিত্রশিল্পে’

আরও পড়ুন>> সালমান শাহ’র জন্মোৎসব উদ্বোধন করলেন শাকিব খান

সরকারের নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ প্রসঙ্গে পলক বলেন, ‘বাংলাদেশে ২৮টি হাইটেক পার্ক হচ্ছে। যে হাইটেক পার্কগুলো ভবিষ্যৎ বাংলাদেশের এক টুকরো দৃষ্টান্ত তৈরি করবে। যেখানে হাজার হাজার তরুণ-তরুণী কাজ করবে। সেখানে যেন সবাই কাজের ফাঁকে সুস্থ বিনোদন পান, তাই আমরা ১৩টি হাইটেক পার্কে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি করে প্রেক্ষাগৃহ ও মাল্টিপারপাস অডিটোরিয়াম স্থাপন করবো। প্রতিটিতে দুইশ’ থেকে তিনশ’ সিট ও অত্যাধুনিক সব সুযোগ-সুবিধাও থাকবে। ’

সালমান শাহ জন্মোৎসব ২০১৯’র উদ্বোধনী  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান, গান বাংলা টিভি ও টিএম ফিল্মসের কর্ণধার ফারজানা মুন্নী, চিত্রপরিচালক সোহানুর রাহমান সোহান, ছটকু আহমেদ, চিত্রনায়িকা শবনম বুবলী, আইরিন সুলতানা প্রমুখ।

উৎসব উদ্বোধনের পর মধুমিতা প্রেক্ষাগৃহে ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় ছয়টি চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।