ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনুস্বর’র ‘অনুদ্ধারণীয়’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
অনুস্বর’র ‘অনুদ্ধারণীয়’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন নাটক ‘অনুদ্ধারণীয়’র মহড়ায় শিল্পীরা

নাট্যদল অনুস্বর’র প্রথম প্রযোজিত নাটক ‘অনুদ্ধারণীয়’। এই নাটকের মাধ্যমে চলতি বছরের জুলাইয়ে পথচলা শুরু করে নাট্যদলটি। কবি বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে ‘অনুদ্ধারণীয়’র নাট্যরূপ-নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ বারী।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে।  

এই নাটক প্রসঙ্গে নির্দেশক মোহাম্মদ বারী জানান, ‘প্রতিষ্ঠানবিরোধী কোনো পথ প্রদর্শক যখন ব্যক্তি স্বার্থে পুঁজিবাদের চক্রে লালায়িত হয়ে উঠে, তখন শুধু দ্বন্দ্ব-বিবাদেরই সৃষ্টি হয়।

এছাড়া আরও অনেক তথ্যবহুল জিজ্ঞাসার বার্তা দেবে নাটক ‘অনুদ্ধারণীয়’। ’

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- মোহাম্মদ বারী, মাহফুজ সুমন, সরকার জামান, মাজিদুল মিঠু, এম আর সম্পদ, মোহাম্মদ রাকিব, আকিব বাবু, রুবেল অরভিল, ফরিদা লিমা, শাহনাজ জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।