এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অপর্ণা ঘোষ, সমাপ্তি মাশুক, দীপান্বিতা চাকমা, রাজিব ত্রিপুরা, চেলসী চাকমা, বিনয় কুমার চাকমা, লেখিকা চাকমা, শিমলা ত্রিপুরা, ম্রীগনাথ চাকমা, তরুণ চাকমা, বিভায়ন, শান্ত, শাহীনুর সরোয়ার, সুনির্মল চাকমা, সেলিম নাশিন, শান্ত, রুমিকা চাকমা, বর্ষা চাকমা, দিব্যেন্দু চাকমা, জোনাকি চাকমা ।
চাকমা সম্প্রদায়ের মেয়েদের বিশেষ পোশাকের নাম পিনোন।
‘টাকার প্রতি কমলের প্রবল আসক্তি ও ধনী হবার আচরণ সুস্পষ্ট হয়। আলাউদ্দীনের আশ্চর্য প্রদীপ পেয়েছে যেনো কমল। বাবা-মায়ের সঙ্গে এই নিয়ে কমলের মতো বিভেদ চলতে থাকে। মুনিয়া ও কমলের সম্পর্কের বিষয় জানার পর থেকে কমলের মায়ের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় মুনিয়া। তাকে এড়িয়ে চলতে শুরু করেন তিনি। পত্রিকায় খবরের শিরোনামে এলো- পুলিশের কাছে ধরা পড়ে কমল। বাবা-মায়ের স্বপ্ন পথে এগিয়ে যেতে কমলের পাশে থাকবে, এই প্রত্যয় মুনিয়ার। এভাবে এগোতে থাকে নাটকে গল্প। ’
রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে রুটস অডিও ভিজ্যুয়াল প্রযোজিত নাটক ‘পিনোন’।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
ওএফবি