শনিবার (২১ সেপ্টেম্বর) কলকাতায় অনুষ্ঠিত হয় অস্কার মনোনয়ন পর্ব। সেখানে জুরি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দ্য ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারপারসন অপর্ণা সেন, প্রতীম ডি গুপ্তা, অশোক বিশ্বনাথান, দেবজ্যোতি প্রমুখ।
জোয়া আখতারের ‘গালি বয়’ ছাড়াও ‘বাধাই হো’ ‘আন্ধাধুন’র মতো সিনেমা মনোনয়নের তালিকায় ছিল। এছাড়াও এই তালিকায় ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’সহ ২৭টি সিনেমা। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছে ‘গালি বয়’।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ৩ হাজার ৩৫০ স্ক্রিনে ‘গালি বয়’ মুক্তি পায়। প্রথম দিনে সিনেমাটি ব্যবসা করে ১৯ কোটি ৪০ লাখ রুপি এবং দ্বিতীয় দিনে আয় করে ১৩ কোটি ১০ লাখ রুপি। সবমিলিয়ে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘গালি বয়’।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
ওএফবি