রোববার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভিম বাংলাদেশের ফেসবুক পেজে একটি রেসিপি কনটেস্টের আয়োজন করা হয়।
গল্প-আড্ডায় মেতে ওঠতে তাদের বাসায় হাজির হন অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর উত্তরা ও পুরান ঢাকা, চট্টগ্রাম ও যশোরে বিজয়ীদের বাসায় গিয়ে ৩০ মিনিট করে তাদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন তিনি।
এ বিষয়ে জয়া আহসান বলেন, ব্যক্তিগত কাজের বাইরে এটা আমার জীবনে নতুন একটি অভিজ্ঞতা।
‘আমাদের দেশের নারীরা সাধারণত পরিবারের থালা-বাসন ধোয়ার কাজে অনেক সময় ব্যয় করেন। তার থেকে প্রতিদিন ৩০ মিনিট সময় বাঁচাতে পারে ভিম। আর সেই বেঁচে যাওয়া সময়ে নিজের জন্য কিছু করতে পারেন তারা,’ যোগ করেন অভিনেত্রী।
ইউনিলিভারের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে বলেন, আমরা এক জরিপে দেখেছি- বাংলাদেশের নারীরা তাদের জীবনের তিনটি বছর থালা-বাসন ধোয়ার কাজেই ব্যয় করেন। ভিম ব্যবহারের ফলে প্রতিদিন তারা ৩০ মিনিট সময় বাঁচাতে পারেন।
‘আর সেই সময় ব্যয় করতে পারেন নিজেদের শখের কোনো কাজে। আর এ বিষয়ে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে জয়া আহসান ঘরে ঘরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। ’
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এমএ/